সাতক্ষীরা প্রেসক্লাবে শতাধিক দুর্বৃত্তের হামলা

Comments

সাতক্ষীরা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ১০ জন। ৩০ মে, বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে ঢুকে দুর্বৃত্তরা এই হামলা চালায়।

হামলায় আহত হন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাতবারের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, মোহনা টিভির জেলা প্রতিনিধি আবদুল জলিল সহ ১০ জন সিনিয়র সাংবাদিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীরা জানায়, দুপুরে প্রায় শতাধিক লোক প্রেসক্লাবে হামলা চালায়। প্রথমেই হামলাকারীরা প্রেসক্লাবের সিসিটিভি ক্যামেরা গুলোর সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর, রড ও লাঠি দিয়ে সাংবাদিকদের উপর চড়াও হয়।

তারা আরও জানান, হামলার আগে স্থানীয় সাংসদ মীর মোস্তাক আহমেদ রবির দুই ভাই মীর মাহমুদ হাসান লাকি ও  মাহি আলমসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের প্রেসক্লাবের সামনে টহল দিতে দেখা গিয়েছে।

কিছুক্ষন পর জেলা প্রসাশক ও পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন ও হামলাকারীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, কিছুদিন আগে সাতক্ষীরা প্রেসক্লাব স্থানীয় সাংসদ মীর মোস্তাক আহমেদকে অবাঞ্চিত ঘোষণা দেয়। ২৯ মে, এই ঘোষণা প্রত্যাহার করে নেয় সাতক্ষীরা প্রেসক্লাব।

বাঙালীয়ানা/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.