ছাত্র ইউনিয়ন সাভার থানা সংসদের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল শাওন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেদোয়ান আহমেদ।
শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, সাভারের মিডিয়া ক্লাব সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাব্বির।
১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি: জাহিদুল ইসলাম জসিম, সহ-সাধারণ সম্পাদক- ইতি, সাংগঠনিক সম্পাদক- বাবলু ইসলাম অর্ণব, কোষাধ্যক্ষ- আরিয়ান আহমেদ, দপ্তর সম্পাদক- মৃদুল হাসান, প্রচার প্রকাশনা- মোঃ আপন, শিক্ষা গবেষণা- ইয়াসিন আরাফাত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- ইব্রাহীম বাকি, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক- ইমরান সরকার, সদস্য- রাজীব আল রুদ্র, মেহেদি হাসান, রাফি।
কাউন্সিল শেষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সাভার থানা স্ট্যান্ড থেকে শুরু হয়ে সাভার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে, বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করানো হয়।
বাঙালীয়ানা/সাভার