সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: নিহত ১০ বাংলাদেশি

Comments
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম। এই দুর্ঘটনায় আরোও ৭ বাংলাদেশি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
জানা যায়, রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সাকরা শহরে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এই ১৭ বাংলাদেশি। এর মধ্যে  জন ঘটনাস্থলেই মারা যায়। বাকি ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম জানান, “একটি মিনিবাসের আরোহী বাংলাদেশি সড়ক দুরঘটনার স্বীকার হন। এদের মধ্যে ১০ জন মারা যায়।” তবে নিহতদের নাম পরিচয় এখনোও জানা যায়নি।তবে হতাহতরা সবাই সৌদি আল হারিফ ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে।

সঙ্কাজনক অবস্থায় দুইজনকে রাজধানী রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে। দুইজন সাকরার হাসপাতালে ভর্তি আছেন। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ করেছে। নিহতদের লাশ সাকরার ঐ হাসপাতালেই রাখা হয়েছে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.