স্কুলের ছাদ ধ্বসে ১ শিশুর মৃত্যু

Comments
নিহত মানসুরা (৮) জেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেণ্ডামারা গ্রামের নজির হোসেনের মেয়ে।
PK School02
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন চুন্নু বলেন, ‘১৭ বছর আগে নির্মিত তিন কক্ষের একতলার এই বিদ্যালয় ভবনটিতে আগেই ফাটল ধরেছিল। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলার সময় একটি বিম ভেঙে পড়লে চার শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার আগেই মাথায় আঘাত পাওয়া মানসুরার মৃত্যু হয়।”

মন্তব্য করুন (Comments)

comments

Share.