রশিদকে হটিয়ে হারানো আসন ফিরে পেল সাকিব

Comments
বিশ্বকাপের আগেই এল দারুণ সুসংবাদ, সাকিব আল হাসান ফিরে পেলেন হারানো আসন। রশিদ খানকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফের শীর্ষস্থান দখল করলেন এই টাইগার ক্রিকেটার। এক নম্বরে থেকেই বিশ্বকাপে খেলবেন বাংলাদেশী অলরাউন্ডার।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুণ ফর্মে ছিলেন সাকিব। বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে প্রথম শিরোপা জেতানোর পথে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রাখেন এই বাঁহাতি। দুটি হাফসেঞ্চুরি সহ সব মিলিয়ে ১৪০ রান করেন, নেন দুটি উইকেট।

৩৫৯ পয়েন্ট নিয়ে রশিদ খানকে টপকে শীর্ষে সাকিব। আফগানিস্তানের অলরাউন্ডার ২০ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছেন।

সাকিব ও রশিদের পর শীর্ষ পাঁচে অন্যরা হলেন, আফগানের মোহাম্মদ নবী, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। আর শীর্ষ দশে আছেন ৪ ধাপ পেরিয়ে ৬ এ উঠে আসা ইংল্যান্ডের ক্রিস ওকস, ৭ নম্বরে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার আছেন অষ্টম স্থানে। নবম হয়েছেন বিশ্বকাপের বাইরে থাকা জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের স্থান হয়েছে ১০ নম্বরে।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.