হিমু অধিকারীর ছন্দে ভাষা

Comments

দেশ

বাহান্নতে ভাষা
একাত্তরে আশা,
ভাষায় আশায়
দেশকে ভালোবাসা।

একুশ

সীমানা ছাড়িয়ে একুশ
বিশ্ব দরবারে,
দিয়েছে স্বীকৃতি ভাষা
সম্মান করিবারে।

ভাষা

কথা বলি নিজের ভাষায়
মন খুলে আর প্রাণ খুলে,
কাব্য লিখি নিজের ভাষায়
কথায় কথায় শব্দ খেলে।

আন্তর্জাতিক

আমরা শুধাই ভাষার কথা
সব ভাষারই সম্মানে,
একুশ হলো সর্বজনের
সব ভাষারই কল্যাণে।

মা

বিনি সুতোয় বর্ণমালা
ভাষায় আছে যত,
আকারযুক্ত ‘ম’ বর্ণ
আমায় করে নত।

লেখক:
Himu Adhikari
হিমু অধিকারী, কবি, গল্পকার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট