রাজশাহীর গোদাগাড়ীতে হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কবলে পড়ে মাটিতে আছড়ে পড়লে চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং স্বর্ণ কিশোরী নের্টওয়াকের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয় জন প্রাণে বেঁচেন যান।
আজ বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ বিকেল তিনটার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বর্ণকিশোরী সমাবেশ শেষে ফরিদুর রেজা সাগর, ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন ঢাকায় ফিরার জন্য হেলিকপ্টারটি উঠেন। কিন্তু উড্ডয়নের দুই মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে ধোয়া বের হতে শুরু করে এবং মুহূর্তেই মাঠে নিমার্ণাধীন ভবনের সামনে আছড়ে পড়ে।
আরও পড়ুন >> তিতলি নামকরণের প্রেক্ষাপট
হেলিকপ্টারের পাইলট জানিয়েছেন, বৈরী আবহাওয়াতে উড্ডয়নের পর পরই ইঞ্জিনে গোলোযোগ দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দ্রুত অবতরণ করার চেষ্টা করায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।
অল্প কিছুক্ষেণের মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন গোদাগাড়ী উপজেলা ফায়ার সার্ভিস।
দুর্ঘটনায় কবলিত সবাই এখন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিশ্রাম নিচ্ছেন।
আরও পড়ুন >> ভিসা ছাড়া যে ৪১টি দেশ ভ্রমণ করা যাবে
আরও পড়ুন >> মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস: ৫ সদস্য গ্রেপ্তার
বাঙালীয়ানা/এমএ/জেএইচ