১৬ মার্চ, ১৯৭১

Comments

১৬ মার্চ ১৯৭১ এ কি ঘটেছিল

  • একদিকে অসহযোগ আন্দোলনের সভা, সমাবেশ, মিছিল অন্যদিকে মুজিব-ইয়াহিয়া বৈঠক যেন সারাদেশকে আরও উত্তাল করে তোলে।
  • ঢাকায়  প্রেসিডেন্ট ভবনে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপী আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। শেখ মুজিবুর রহমান গাড়িতে কালো পতাকা উড়িয়ে এবং উইন্ড স্ক্রীনে গাঢ় সবুজের পটভূমিতে রক্তিম সূর্যের বুকে স্বর্ণালি মানচিত্র খচিত বাংলাদেশের স্বপ্নের পতাকা লাগিয়ে প্রেসিডেন্ট ভবনে যান।
  • আলোচনা শেষে শেখ মুজিব প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে অপেক্ষমাণ দেশী-বিদেশী সাংবাদিকদের জানান, ‘আমি রাজনৈতিক সমস্যা সম্পর্কে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। এটা এক দুই মিনিটের আলোচনায় সমাধানের বিষয় নয়। আরো আলোচনা হবে। কাল সকালে আমরা আবার আলোচনায় বসবো। এর চেয়ে বেশী কিছু আমার বলার নেই।’
March_16_1971_Mujib

আলোচনা শেষে শেখ মুজিব প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে অপেক্ষমাণ দেশী-বিদেশী সাংবাদিকদের সাথে কথা বলছেন।

  • প্রেসিডেন্ট ভবন থেকে নিজ বাসভবনে ফিরে বঙ্গবন্ধু দলের শীর্ষস্থানীয় সহকর্মীদের সাথে আলোচনায় বসেন। গভীর রাত পর্যন্ত এই আলোচনা চলে।
  • ভারত সরকার আজ তার ভূখন্ডের ওপর দিয়ে সমস্ত বিদেশী বিমানের পূর্ব পাকিস্তানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিম পাকিস্তান থেকে বিদেশী বিমানে পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহন বন্ধ করার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়।
  • ময়মনসিংহে এক জনসভায় ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করার জন্য শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানান।
  • শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তানের রাষ্ট্রীয় খেতাব “তমঘা ই ইমতিয়াজ” এবং কবি আহসান হাবীব “সিতারা-ই-খিদমত” বর্জনের ঘোষণা দেন।
March_16_1971_Artists

বাংলা চারু ও কারু শিল্পী সংগ্রাম পরিষদের মিছিল।

  • চারু ও কারুকলার শিল্পী-ছাত্র-শিক্ষকরা “বাংলা চারু ও কারু শিল্পী সংগ্রাম পরিষদ”-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করেন। সভাশেষে জয়নুল আবেদিন, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, প্রমূখের নেতৃত্বে মিছিল বের করা হয়।
  • ১৬ মার্চ দিবাগত মধ্যরাতে ঢাকার আজিমপুরে একটি সরকারী অফিসের উপর দুইটি এসিড বোতল নিক্ষেপ করা হয়। ঢাকায় মতিঝিল কেন্দ্রীয় সরকারী হাইস্কুলের উপর হামলা চালানো হয় এবং এসিড ও রাসায়নিক দ্রব্য লুট করে নিয়ে যাওয়া হয়।
  • রাজশাহীতে নাটোরের মহারাজ হাইস্কুল থেকে রাসায়নিক দ্রব্য এবং এসিড চুরি হয়।
  • চট্টগ্রামে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকরা একটি অস্ত্রশস্ত্রের দোকান লুট করে।

বাঙালীয়ানা/এসএল

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১২ মার্চ ১৯৭১৩ মার্চ ১৯৭১৪ মার্চ, ১৯৭১৫ মার্চ, ১৯৭১
৬ মার্চ, ১৯৭১৭ মার্চ, ১৯৭১৮ মার্চ, ১৯৭১৯ মার্চ, ১৯৭১১০ মার্চ, ১৯৭১
১১ মার্চ, ১৯৭১১২ মার্চ, ১৯৭১১৩ মার্চ, ১৯৭১১৪ মার্চ, ১৯৭১১৫ মার্চ, ১৯৭১
১৬ মার্চ, ১৯৭১১৭ মার্চ, ১৯৭১১৮ মার্চ, ১৯৭১১৯ মার্চ, ১৯৭১২০ মার্চ, ১৯৭১
২১ মার্চ, ১৯৭১২২ মার্চ, ১৯৭১২৩ মার্চ, ১৯৭১২৪ মার্চ, ১৯৭১২৫ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১২৭ মার্চ, ১৯৭১২৮ মার্চ, ১৯৭১২৯ মার্চ, ১৯৭১৩০ মার্চ, ১৯৭১
৩১ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.