১ সেপ্টেম্বর থেকে শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী চলবে ‘১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮’। বাংলাদেশসহ ৬৮টি দেশের ৪৬৫ জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম নিয়ে শুরু হতে যাচ্ছে চারু শিল্পের বৃহৎ মিলনমেলা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হচ্ছে এই আয়োজন। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন ।
আরো পড়ুন: কানসূতা : শ্রোতা ও শিল্পীর মেলবন্ধনে বিশেষ গানের আসর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮’ এর পর্যবেক্ষক প্রফেসর এমিরেটাস তেতসুইয়া নোদা এবং স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও মঞ্চে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন জুরি বোর্ডের সভাপতি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় মাসব্যাপী চলবে এই আয়োজন।
বাঙালীয়ানা/টিএইচ/