২১ দিনে ওসি মোয়াজ্জেম গ্রেফতার হল

Comments

আদালতের পরোয়ানা জারির ২০ দিন পর গ্রেফতার হল ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।

রবিবার, ১৬ জুন, ২০১৯, দুপুরে রাজধানীর শাহবাগ থানা পুলিশ হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বলে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার নিশ্চিত করেছেন।

মোয়াজ্জেমকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেছে ডিএমপি।

গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে গড়িমসি থাকার সুযোগে ওসি মোয়াজ্জেম গা ঢাকা দেয় এবং উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করে। সে আবেদনের শুনানি এখনও হয়নি।

প্রসঙ্গত, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ, ২০১৯, সোনাগাজী থানায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও করে ওসি মোয়াজ্জেম সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১৫ এপ্রিল, ২০১৯, ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন। বাদীর জবানবন্দি গ্রহণ ও মামলার নথি পর্যালোচনা করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। তবে এরপরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এমনকি মোয়াজ্জেম আত্মসমর্পণও করেনি।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.