এশিয়া কাপেই দুইটি রেকর্ড গড়তে পারেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে ক্রিকেটে ২৫তম বোলার এবং প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট শিকারের কৃতিত্ব গড়বেন মাশরাফি। এ জন্য দরকার মাত্র ৫ উইকেট।
আর মাত্র তিনটি উইকেট পেলে ছাড়িয়ে যাবেন পাকিস্তানি সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। ওডিআই ফরম্যাটে শোয়েব আখতার ২৪৭টি উইকেট নিয়েছেন আর মাশরাফি তিনটি উইকেট পেলেই ছাড়িয়ে যাবেন শোয়েব আখতারকে। মাশরাফির ঠিক পেছনেই একই রেইসে আছেন টি-টোয়েন্টি ও টেস্টের ক্যাপ্টেন সাকিব আল হাসান। সাকিবের উইকেট সংখ্যা ২৩৭।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। এখন পর্যন্ত ১৯০টি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২৪৫টি। সেরা বোলিং ফিগার ২৬/৬, কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে।
বাঙ্গালীয়ানা /আরসি/জেএইচ