২৭ জুন ১৯৭১ রবিবার
কি ঘটেছিল
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং নয়াদিল্লীতে বলেন, ভারত সব সময়ই বাংলাদেশের সঙ্কটের একটি সন্তোষজনক রাজনৈতিক সমাধান আশা করে আসছে। শরণার্থী আগমনের ফলে ভারতে যে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছে তার জন্য শরণার্থীদের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ভারতকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হতে পারে।
ক্যাপ্টেন আইনউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল কুমিল্লার খোলাপাড়ায় পাকসেনাদের একটি টহলদার দলকে অ্যামবুশ করে। এতে ৮ জন পাকসেনা নিহত হয়।
সুবেদার আবদুল ওয়াহাব এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল পাকবাহিনীর ১৮ সদস্যের একটি দলকে কসবা থেকে ইমামবাড়ি যাওয়ার পথে কসবা রেল স্টেশনের কাছে আক্রমণ করে। এই আক্রমণে ১৭ জন পাকসেনা নিহত হয় এবং ১ জন পালিয়ে যায়।
গেরিলা কমান্ডার খলিলের নেতৃত্বে গেরিলারা ফরিদপুরের পালং থানার উপর রাত ১১টায় সময় আক্রমণ করে। এ আক্রমণে ১ জন সাব-ইন্সপেক্টর ও ২ জন পুলিশ কন্সটেবল নিহত হয়। গেরিলারা ৯টা রাইফেল দখলে নেয়। থানার অয়্যারলেস স্টেশনটিও ধ্বংস করে দেয়।
বুড়িগঙ্গা নদীতে অবস্থানকারী একটি সাঁজোয়া জাহাজ থেকে হানাদারবাহিনী মেশিনগান দিয়ে রাজাপুর, গোপাল নগর ও মধ্যনগরে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। বর্বরদের গুলিতে মধ্যনগরে আমান উল্লাহ ও রাজাপুরের অজ্ঞাত পরিচয় একজন কৃষক নিহত হয়।
এদিন এস এ ভূঁইয়ার নেতৃত্বে রিকুয়েললেস রাইফেল, ২” মর্টার, এলএমজিসহ ২য় ইষ্টবেঙ্গলের বি-কোম্পানীর মুক্তিযোদ্ধাদল ভারতের সিদাই থানা সীমান্তপথে বাংলাদেশের মাধবপুরের মনতলা প্রবেশ করে এবং পাক সেনাদের অবস্থান ও সংখ্যা নিশ্চিত হয়ে আক্রমণের জন্যে অপেক্ষা করতে থাকে।
ওয়াশিংটনে জনৈক মার্কিন কর্মকর্তা বলেন, প্রধান সাহায্যদাতা দেশগুলো পাকিস্তানে নতুন অর্থনৈতিক সাহায্যের বিবেচনা কয়েক মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য দেয়া বন্ধ করছে না।
জেনারেল আব্দুল হামিদ খান চট্টগ্রাম, বরিশাল ও চাঁদপুর সফর করেন।
এয়ার মার্শাল আসগর খান এক সফরে করাচী থেকে ঢাকায় আসেন।
সাবেক প্রাদেশিক মন্ত্রী ডি এন বারোরি এক বিবৃতিতে পাকিস্তানের অখন্ডতার প্রতি তার আস্থার কথা পুনর্ব্যক্ত করে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করতে ভারতকে রাজী করানোর জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
বাঙালীয়ানা/এসএল
অগ্নিঝরা একাত্তরের দিনগুলো, পড়ুন –
জুন ১৯৭১
মে ১৯৭১
এপ্রিল ১৯৭১
মার্চ ১৯৭১