২৭ মার্চ, ১৯৭১

Comments

২৭ মার্চ ১৯৭১ এ কি ঘটেছিল

  • ২৬ তারিখ সারাদিন থেমে থেমে চললো গুলি শহরের এখানে সেখানে, রাতের আঁধার নেমে আসার সাথে সাথে গোলাগুলির আওয়াজও বাড়তে লাগলো। ২৭ মার্চ ভোর পর্যন্ত প্রধান জল্লাদমঞ্চ হলো পুরানো ঢাকা অলিগলি। এছাড়া মিরপুর, মহাম্মদপুরেও চললো পাক সৈন্য আর অবাঙালীদের নারকীয় তান্ডব।
  • ২৭ মার্চ সকালে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে রমনা কালীমন্দিরে ২৭ জনকে হত্যা করে পাক বাহিনী। মনে করা হয় এখানে শহীদদের মধ্যে অধিকাংশই ইপিআর সদস্য।
  • ২৭ তারিখ সকালে কয়েক ঘন্টার জন্যে কার্ফিউ তুলে নেয়া হলো।
  • সারা শহরের ভীত সন্ত্রস্ত মানুষ ছুটলো নিকটজনের সন্ধানে। কেউ পেলেন খুঁজে জীবিত তাদের, কেউ পেলেন স্বজনের পুড়ে যাওয়া কিম্বা গুলিতে নিহত কুকুর-কাকে খাওয়া লাশ।
  • পথে পথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের লাশ। রাজারবাগ পুলিশ লাইন বিধ্বস্ত, পুলিশ ব্যারাক-বাজার-বস্তি থেকে তখনও ধোঁয়া বেরুচ্ছে। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই ডাক্তার, নার্স, আহত আর স্বজনের ভীড়ে।
  • অসংখ্য মানুষকে হাতের কাছে যা পেয়েছে তাই বেঁধেছেদে রিক্সায় বা পায়ে হেঁটে ঢাকা শহর ছেড়ে যেতে দেখা যায়।
  • কার্ফিউ শিথিল করার প্রথম সুযোগেই লালমাটিয়ার গোপন ডেরা থেকে ব্যারিষ্টার আমিরুল ইসলামকে সাথে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ কেরানীগঞ্জের দিক দিয়ে ঢাকা শহর ত্যাগ করেন।
  • এদিন New York Times, The Daily Telegraph, Hindustan Times -সহ বিশ্বের প্রধান খবরের কাগজে প্রথম পাতার উপরের অংশে স্থান পায় বাংলাদেশের খবর। মুখ্যত বলা হয় যে ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি বাহিনীর তৎপরতার কারণে পাকিস্তানের রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের আশা শেষ হয়ে যায়, শেখ মুজিব বাংলাদেশ নামে পাকিস্তানের পূর্বাংশের স্বাধীনতা ঘোষণা করে এবং পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিবকে গ্রেফতার করে। এর ফলে পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে।
  • ২৭ মার্চ ১৯৭১ সন্ধ্যায় কালুরঘাটে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে সকালে আরেকটি অধিবেশন প্রচার হয়। দুপুরে পটিয়া থেকে ফিরিয়ে আনা  অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান সন্ধ্যায় উপস্থিত রেডিওকর্মীদের অনুরোধে ইংরেজিতে শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

    “I, Major Ziaur Rahman, on behalf of our great national leader, the supreme commander of Bangladesh Sheikh Mujibur Rahman do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the solo leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader Sheikh Mujibur Rahman to the government of all the democratic countries of the world specially the big world part and neighboring countries to take effective steps to stop immediately the awful genocide that has been carried on by the army of occupation from Pakistan. The legally elected representatives of the majority of the people as repressionist. It is cruel joke and contradiction in terms which should be fool none. The guiding principle of a new step will be first neutrality, second peace and third friendship to all and animity to none. May Allah help us. Joy Bangla.”

  • এদিন সন্ধ্যার অধিবেশনের পর গভীর রাতে মেজর জিয়া আবার ট্রান্সমিশন চালু করার নির্দেশ দেন এবং আবার বেতার ভাষণ দেন তবে এবারে তিনি নিজেকে “I, Major Ziaur Rahman, as head of provisional government of Bangladesh ….” উল্লেখ করেন যা উপস্থিত বেতারকর্মী এবং চট্টগ্রামের নেতৃস্থানীয়দের মাঝে উৎকণ্ঠার সৃষ্টি করে।
  • এদিন গভীর রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থানরত বিদেশী সাংবাদিকদের জোর করে বিমানবন্দরে এনে পিআইএ-র একটি বিমানে উঠিয়ে ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেয় পাকিস্তানি সেনাবাহিনী।
  • দুপুরে কার্ফিউ পুনরায় বলবৎ হবার পর সন্ধ্যা থেকে আবারও ঢাকা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় গুলি আওয়াজ শোনা যেতে থাকে।

বাঙালীয়ানা/এসএল

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১২ মার্চ ১৯৭১৩ মার্চ ১৯৭১৪ মার্চ, ১৯৭১৫ মার্চ, ১৯৭১
৬ মার্চ, ১৯৭১৭ মার্চ, ১৯৭১৮ মার্চ, ১৯৭১৯ মার্চ, ১৯৭১১০ মার্চ, ১৯৭১
১১ মার্চ, ১৯৭১১২ মার্চ, ১৯৭১১৩ মার্চ, ১৯৭১১৪ মার্চ, ১৯৭১১৫ মার্চ, ১৯৭১
১৬ মার্চ, ১৯৭১১৭ মার্চ, ১৯৭১১৮ মার্চ, ১৯৭১১৯ মার্চ, ১৯৭১২০ মার্চ, ১৯৭১
২১ মার্চ, ১৯৭১২২ মার্চ, ১৯৭১২৩ মার্চ, ১৯৭১২৪ মার্চ, ১৯৭১২৫ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১২৭ মার্চ, ১৯৭১২৮ মার্চ, ১৯৭১২৯ মার্চ, ১৯৭১৩০ মার্চ, ১৯৭১
৩১ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.