বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুসহ কক্সবাজারের প্রাথমিক স্তরের শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৩৩.৩৩ মিলিয়ন ডলার অনুদান দেবে ইউএসএআইডি ও বিশ্বব্যাংক। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৭৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৮৬০ টাকা।
উল্লেখ্য, অনুদানের এই অর্থের ভিতর বিশ্বব্যাংক ২৫ মিলিয়ন ডলার এবং ইউএসএআইডি ৮ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার দিবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে বলে জানা যায়। প্রদত্ত অর্থের অর্ধেক রোহিঙ্গা শিশুদের জীবনমান উন্নয়নে এবং বাকি অর্ধেক কক্সবাজারের শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে,বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের জীবনমান উন্নয়নে অনুদান প্রদানে সম্প্রতি সরকারের সহযোগিতা চেয়েছে বিশ্বব্যাংক এবং ইউএসএআইডি। তাদের আবেদনের প্রেক্ষিতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই দায়িত্ব গ্রহণ করে এবং অনুদানের অর্থ শুধু রোহিঙ্গা শিশুদের জন্য নয়, বরং কক্সবাজারের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্যও ব্যয় করার শর্ত দেয় মন্ত্রণালয়। কারণ, রোহিঙ্গাদের উপর চলা জাতিগত নিধনযজ্ঞে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা শরণার্থীরা। এদের অনেককেই তখন স্কুল ভবনে প্রাথমিকভাবে আশ্রয় দেওয়া হয় যা শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিঘ্নিত করে। এই ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকল্প নিয়েছে শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে।
অন্যদিকে, ইউএসএআইডি তাদের অনুদানের অর্থ বেসরকারি সংস্থার মাধ্যমে (এনজিও) ব্যয় করবে। ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, আহসানিয়া মিশনের তত্ত্বাবধানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও জীবন মান উন্নয়নে এই অনুদানের অর্থ ব্যয় করা হবে। তবে এই এনজিওগুলোও সাব কন্ট্রাক্টে অন্যদের দিয়ে কাজ করাবে। তাই, কাজ প্রদানের আগে সাব কন্ট্রাক্টের এনজিওগুলো বাছাইয়ে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) যাচাই-বাছাই করবে।
বাঙ্গালীয়ানা/এএ/এজে