৫জি নেটওয়ার্কের পরীক্ষামূলক যাত্রা শুরু

Comments

বহু জল্পনা-কল্পনার পর চালু হচ্ছে ৫জি নেটওয়ার্ক। তবে তা শুধু মাত্র নির্দিষ্ট কিছু এলাকার জন্য এবং পরীক্ষামূলক সম্প্রচারের উদ্দেশ্যে। মার্কিন টেলিকমিউনিকেশন কোম্পানি ভেরাইজন দীর্ঘ ৪ বছর ধরে  ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ করে আসছিল। সম্প্রতি তারা জানিয়েছে ৫জি পরীক্ষামূলক ভাবে শুরু করতে যাচ্ছে শুধু মাত্র কিছু বাছাই করা শহরে।

মার্কিন প্রতিষ্ঠান ভেরাইজন জানায়, হিউস্টোন, ইন্ডিয়ানাপলিস, লস অ্যাঞ্জেলস এবং স্যাক্রিমেন্টো অঞ্চলের কিছু বাসিন্দা ‘৫জি হোম সাবস্ক্রিপশনের’ এই সুবিধা পাবেন। ভেরাইজন তার মার্কিন প্রতিদ্বন্দ্বীগুলিকে বাণিজ্যিক ফাইভজিতে শুধু পরাজিতই করেনি, বিশ্বজুড়ে ৫জি-র একক ইন্টারনেট সরবরাহকারী হিসেবেও আত্মঃপ্রকাশ করেছে।

ভেরাইজন জানিয়েছে, তারা বাসাবাড়িতে গতি ৩০০ এমবিপিএসে সীমাবদ্ধ রাখবে। সেটা কিছুদিনের মধ্যে তাদের কাজের উন্নতির সঙ্গে সঙ্গে বাড়াবে। যারা ‘প্রথম ৫জি’র সদস্য হবেন তারা ৯০ দিনের ফ্রি সার্ভিস পাবেন। যেখানে অ্যাপল টিভি ফোরকে বা গুগল ক্রোমকাস্ট আল্ট্রা এবং তিন মাসের ফ্রি ইউটিউব সাবস্ক্রাইব সুযোগ পাবেন। তিন মাস পর থেকে মাসিক ৭০ ডলার ৫জি হোম সাবস্ক্রিপশন চার্জ নেবে ভেরাইজন।

বাঙালীয়ানা/আরসি

মন্তব্য করুন (Comments)

comments

Share.