দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংক  বাংলাদেশকে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে। তা ছাড়া একই প্রকল্পে আরো এক কোটি ডলার গ্লোবাল ফিন্যান্সিং ফেসিলিটির (জিএফএফ) আওতায় অনুদান সহায়তা দিচ্ছে সংস্থাটি। এর মাধ্যমে ‘ট্রান্সফরমিং সেকেন্ডারি এডুকেশন ফর রেজাল্ট অপারেশন (টিএসইআরও) শীর্ষক’ কর্মসূচিতে মোট ৫২ কোটি মার্কিন ডলার বিশ্বব্যাংক থেকে সহায়তা পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় চার হাজার ৩১৬ কোটি টাকা (প্রতি ডলার ৮৩ টাকা ধরে)।

মাধ্যমিক শিক্ষা

ছবিসুত্র : bdnews24

শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সোমবার এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি রাজশ্রী পারালকার ওই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে জানানো হয়, এ অর্থ মূলত ‘ট্রান্সফরমিং সেকন্ডারি এডুকেশন ফর রেজাল্ট (টিএসইআর)’ শীর্ষক চলমান একটি কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে। এ কর্মসূচির আওতায় মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি কম আয়ের পরিবারের সন্তানদের, বিশেষ করে মেয়েদের এইচএসসি পর্যন্ত পড়াশোনায় সহযোগিতা করা হচ্ছে। এছাড়া দেশের মাধ্যমিক স্তরের ৫ লাখ শিক্ষক ও প্রিন্সিপালকে শিক্ষার মান বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এ প্রকল্পের মাধ্যমে।

বাঙ্গালীয়ানা /আরসি/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.