৫ মার্চ, ১৯৭১

Comments

৫ মার্চ ১৯৭১ এ কি ঘটেছিল

  • ৫ম দিনের মত হরতাল পালনকালে সশস্ত্রবাহিনীর গুলিতে টঙ্গী শিল্প এলাকায় ৪ জন শ্রমিক শহীদ হন এবং ২৫ জন শ্রমিক আহত হন। চট্টগ্রামে নিহত হন ২২২জন, যশোরে মারা যান ১জন।
  • সন্ধ্যায় সরকারিভাবে ঘোষণা করা হয়, আজ ঢাকায় সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে।
  • হরতালের পর ব্যাংক খোলা রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধু।
  • ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়।
  • পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডির প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন।
  • অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান বিকেলে করাচী থেকে ঢাকায় পৌঁছোন। তিনি রাতে বঙ্গবন্ধুর সাথে ধানমন্ডিস্থ বাসভবনে সাক্ষাৎ করেন।
  • রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশী বেতারে প্রচারিত ‘শেখ মুজিব জনাব ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগ ভাটোয়ারা করতে রাজি আছেন’ সংক্রান্ত সংবাদকে ‘অসদুদ্দেশ্যমূলক’ ও ‘কল্পনার ফানুস’ হিসেবে আখ্যায়িত করেন।
  • দুপুরে বায়তুল মোকররম মসজিদের সামনে থেকে ‘বাঁশের লাঠি তৈরী কর- বাংলাদেশ স্বাধীন কর’ শ্লোগান নিয়ে সর্বস্তরের মানুষ বিশাল লাঠি মিছিল বের করে।
  • বঙ্গবন্ধুর স্বাধিকার আন্দোলনের আহবানে সাড়া দিয়ে বিকেলে কবি সাহিত্যিক ও শিক্ষকবৃন্দ মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন। ছাত্রলীগ ও ডাকসুর উদ্যোগে বায়তুল মোকাররম থেকে মিছিল বের হয়।
  • রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সিলেটসহ বাংলাদেশের অন্যান্য স্থানে মিলিটারির বুলেটে নিরীহ-নিরস্ত্র মানুষ, শ্রমিক, কৃষক ও ছাত্রদের হত্যা করা হচ্ছে। নির্বিচারে নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করা মানবতার বিরুদ্ধে অপরাধ ছাড়া আর কিছুই নয়।
  • রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে পিপলস পার্টির প্রধান জেড. এ. ভুট্টোর আলোচনা বৈঠক শেষে পার্টির মুখপাত্র আবদুল হাফিজ পীরজাদা মন্তব্য করেন, জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত রাখার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিক্রিয়া অত্যন্ত অবাঞ্ছিত এবং আদৌ যুক্তিযুক্ত নয়।

বাঙালীয়ানা/এসএল

উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –

১ মার্চ ১৯৭১ ২ মার্চ ১৯৭১ ৩ মার্চ ১৯৭১ ৪ মার্চ, ১৯৭১ ৫ মার্চ, ১৯৭১
৬ মার্চ, ১৯৭১ ৭ মার্চ, ১৯৭১ ৮ মার্চ, ১৯৭১ ৯ মার্চ, ১৯৭১ ১০ মার্চ, ১৯৭১
১১ মার্চ, ১৯৭১ ১২ মার্চ, ১৯৭১ ১৩ মার্চ, ১৯৭১ ১৪ মার্চ, ১৯৭১ ১৫ মার্চ, ১৯৭১
১৬ মার্চ, ১৯৭১ ১৭ মার্চ, ১৯৭১ ১৮ মার্চ, ১৯৭১ ১৯ মার্চ, ১৯৭১ ২০ মার্চ, ১৯৭১
২১ মার্চ, ১৯৭১ ২২ মার্চ, ১৯৭১ ২৩ মার্চ, ১৯৭১ ২৪ মার্চ, ১৯৭১ ২৫ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১ ২৭ মার্চ, ১৯৭১ ২৮ মার্চ, ১৯৭১ ২৯ মার্চ, ১৯৭১ ৩০ মার্চ, ১৯৭১
৩১ মার্চ, ১৯৭১

মন্তব্য করুন (Comments)

comments

Share.