মাত্র ৫ মিনিটের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে কারোও শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা। এতে খরচ হবে মত্র ৫০০ টাকা। এমনই এক পদ্ধতি উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আগামী এক বছরের মধ্যেই এই প্রযুক্তির সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষক দল।

বুধবার, ৫ সেপ্টেম্বর, দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটি যুগান্তকারী উদ্ভাবন। বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক ঘটনা।

গবেষক দলের প্রধান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ইয়াসমীন হক সংবাদ সম্মেলন উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

বাঙালীয়ানা/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.