সোমবার ২৭ আগস্ট, ২০১৮ কুতুবদিয়ায় মিশন শেষ করে ‘রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতাল’ জাহাজটি ৬১ বছর পার করে তার ঐতিহাসিক ভ্রমণ সমাপ্তি করলো।

শেষ সাড়ে পাঁচ বছর ধরে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ১ লাখ ৬০ হাজারের বেশি সুবিধাবঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে ‘রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতাল’। ২০১৩ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই শেষ মিশনের মাধ্যমে ফ্রেন্ডশিপ এর সঙ্গে সাড়ে পাঁচ বছরের যাত্রা শেষ হল। গত সাড়ে পাঁচ বছরে সারাবিশ্ব থেকে স্বেচ্ছাসেবক ডাক্তারেরা সহযোগিতা করে গেছেন স্বাস্থ্য সেবা দিয়ে।

রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতাল

রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতালে স্বাস্থ্য সেবা নিচ্ছেন রোগীর

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, ‘শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল ধীরে ধীরে তিন স্তরবিশিষ্ট স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করা। যাতে উপকূলীয় এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রদানের ফলে রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতালের ওপর স্থানীয় জনগণ কম নির্ভরশীল হয়। আমরা ইতোমধ্যে এই তিনস্তর বিশিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাটি প্রতিষ্ঠিত করতে পেরেছি’।

ফ্রেন্ডশিপ তার অংশীদারদের সহযোগিতায় গত সাড়ে পাঁচ বছরে ১ লাখ ৬৩ হাজার ৭৫৩ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। আয়োজন করা হয়েছে ৮৭টি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প। অস্ত্রোপচার করা হয়েছে ৫ হাজার ৩৯৩টি।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের করনে বিশ্বের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে রক্ষা করার জন্য বাংলাদেশে এসে জাহাজটির নতুন নাম হয় ‘রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতাল’। একসময় এর পরিচিতি ছিল ‘রেইনবো ওয়ারিয়র টু’ নামে।

 

বাঙালীয়ানা/এমএ/এআর

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.