তাসভীর উল ইসলাম ও প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার, ৩১ মার্চ, জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৮ তলার অনুমতি উপেক্ষা করে ২৩ তলা ভবন নির্মাণ ও অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকা। পুলিশ জানায়, গত রাত, ৩০ মার্চ, অভিযুক্ত এই দুইজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, তাসভীর উল ইসলাম বিএনপি নেতা। তাকে গ্রেফতার করা হয় বারিধারা থেকে। অপর আসামী ফারুককে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এফআর টাওয়ার যেখানে নির্মাণ করা হয়েছে, সেই জমির মূল মালিক ছিলেন এস এম এইচ আই ফারুক। অংশীদারিত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড। সে কারণে সংক্ষেপে ভবনের নাম হয় এফআর টাওয়ার।
উল্লেখ্য, ২৮ মার্চ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩ তলা ওই ভবনে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক মানুষ।
বাঙালীয়ানা/জেএইচ