বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ৯ শতাংশ সুদহারেই বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ে এখন থেকে গ্রাহকদের ঋণ সেবা প্রদান করবে। ঋণের এই সুবিধাটিতে এলাকা অনুযায়ী সুদের হারের তারতম্য থাকছে না।
১৬ সেপ্টেম্বর, অর্থ মন্ত্রণালয়য়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৯ শতাংশ সুদ হারে ঋণ প্রদানের প্রস্তাবটি অনুমোদন করে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীকে চিঠি পাঠায়। যেখানে ১ জুলাই ২০১৮ থেকে ৯ শতাংশ সুদহার কার্যকর করতে বলা হয়েছে।
বিএইচবিএফসি এতদিন যাবৎ ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ফ্ল্যাট ঋণ ছাড়া সব ধরনের ঋণে ৯ দশমিক ৫ শতাংশ সুদহারে ঋণ দিয়ে আসছিলো। আর বাকি বিভাগীয় ও জেলা শহর গুলোতে ঋণের হার ছিলো ১০ শতাংশ করে।
উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৯ আগস্টের মধ্যে সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন।
বাঙালীয়ানা/জেএইচ