ক্ষতিগ্রস্ত হয়েছে নভোএয়ারের এয়ারক্রাফট

Comments

বাংলাদেশ এয়ারলাইনসের একটি কার্গো ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ারের একটি উড়োজাহাজ। ২৭ সেপ্টেম্বর প্রথম প্রহরে বিমানবন্দরের বে-১২ তে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নভোএয়ারের বিমানটি রানওয়ে সংলগ্ন এলাকায় নির্ধারিত স্থানেই দাড়িয়ে ছিলো। তখন বিমান বাংলাদেশের একটি কার্গো ভ্যান বে এরিয়া ১২ তে যাওয়ার সময় বিমানে ধাক্কা লাগে। এতে, বিমানটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। বিমানটির উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অন্য এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট শিডিউল ঠিক রাখছেন।

নভোএয়ার

নভোএয়ারের ক্ষতিগ্রস্ত বিমান।

 

নভোএয়ার সূত্রে জানা যায়, এ ঘটনার তদন্তে একটি কমিটি করা হয়েছে। তাছাড়া চলছে মেরামতের কাজ। বেসামরিক বিমান কর্তৃপক্ষকেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.