খাগড়াছড়ির ত্রিপুরাপাড়া’র স্কুল শিক্ষার্থীরা মানববন্ধন করছে তাদের সহপাঠীর উপর ঘটে যাওয়া নৃশংসতার বিরুদ্ধে। গত ২৮শে জুলাই ত্রিপুরাপাড়া’র শিক্ষার্থী পূর্ণা ত্রিপুরা’কে ধর্ষনের পর হত্যাকান্ডের বিচার চাইতেই এই মানববন্ধন এর আয়োজন করে ত্রিপুরাপাড়া’র শিক্ষার্থীরা।
Tripura Para Manob bandhan

ত্রিপুরাপাড়া’র শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি: ফেসবুক)

মানববন্ধনে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা পূর্ণা ত্রিপুরা স্মরণে মোমবাতি প্রজ্জলন করেন।

Tripurapara Manob bondhon

মোমবাতি প্রজ্জলন করেন শিক্ষার্থীরা (ছবি: ফেসবুক)

মন্তব্য করুন (Comments)

comments

Share.