বাংলাদেশের বাইরে বেশ কিছু দেশে বাংলাদেশী ব্যাংকে সহযোগী শাখা চালু থাকলেও কোন পূর্ণাঙ্গ শাখা ছিল না। সম্প্রতি দেশের বাইরে প্রথম পূর্ণাঙ্গ শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

ইবিএলের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে জানা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জানা যায় এ পূর্ণাঙ্গ শাখাটি খোলা হবে কলকাতায়।

ভারতে শাখা খুলতে ২৫ মিলিয়ন ডলার প্রয়োজন হয় যেকোন বিদেশী ব্যাংকের। এক্ষেত্রে অতিরিক্ত মূলধন হিসেবে আরও ১০ মিলিয়ন ডলার রাখার সিদ্ধান্ত নিয়েছে ইবিএল। ব্যাংকের নিজস্ব তহবিল থেকেই এ অর্থের জোগান দেওয়া হবে।

আলী রেজা ইফতেখার ব্যবস্থাপনা পরিচালক ইবিএল

হংকং ও মিয়ানমারে সহযোগী শাখা চালু আছে ইবিএলের। ভারতে পূর্ণাঙ্গ শাখা খুলতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য শীঘ্রই আবেদন করবে ব্যাংকটি। পাশাপাশি ইবিএলের পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউজ কুপারস (পিডব্লিউসি) প্রাইভেট লিমিটেড এ বিষয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অনুমোদন নিতে কাজ করবে। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার সোমবার সংবাদ মাধ্যমকে জানান, “বাংলাদেশ ব্যাংক ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমতি পেলেই আমরা আমাদের শাখা স্থাপনের কাজ পুরোদমে শুরু করব।”

 

১৯৯২ সালে কার্যক্রম শুরু করে বর্তমানে দেশে ৮২টি শাখার মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১৪ কোটি ১৯ লক্ষ ২৯ হাজার ৫২০ মার্কিন ডলার এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার ১০৫ মার্কিন ডলার।

মন্তব্য করুন (Comments)

comments

Share.