রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম এবং কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। গতকাল পূর্ব লন্ডনের ইমপ্রেসন অডিটরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় বাংলাদেশের হাইকমিশনার
হাই কমিশনার তাঁর স্বাগত বক্তব্যে নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন ও সাহিত্যকর্মে অধিকতর আগ্রহী হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দান করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ।
আলোচনাপর্ব শেষে দুই কবির অমর সৃষ্টি নিয়ে কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।