সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা #MeToo বা #মিটু আন্দোলনের ধাক্কা বাংলাদেশে বেশ ভালভাবেই লেগেছে। ইতঃমধ্যেই একজন দুজন করে অনেকেই তাদের জীবনে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা, নির্যাতকের নাম প্রকাশ্যে নিয়ে আসতে শুরু করেছেন।
সম্প্রতি নারী বিষয়ক প্রথম অনলাইন নিউজ পোর্টাল Women Chapter এর ইংরেজি সংস্করণ সম্পাদক শুচিস্মিতা সিমন্তি সকলের কাছে পরিচিত বাংলাদেশের একজন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনেছেন তার ফেসবুক পোষ্টে। তবে তিনি অভিযুক্তের নাম প্রকাশ না করে নামের আধ্যাক্ষর P.S. ব্যবহার করেছেন।

শুচিস্মিতা সেমন্তি। ছবি: ইন্টারনেট
বুধবার, ৩০ অক্টোবর, ২০১৮ তে ফেসবুক পাবলিক পোষ্টে শুচিস্মিতা বলেছেন যে ১১ বছর আগে যখন তার ১৬ বছর বয়স তখন তাদের পারিবারিকভাবে ঘনিষ্ট গণমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ এই P.S. তাকে যৌন হয়রানি করেছে। বিভিন্ন সময় অশালীনভাবে তাকে স্পর্শ করেছে।
তিনি বলেন, “আমার হাই স্কুলের সেই দিনে আমি সম্পুর্ণ ভেঙ্গে পড়েছিলাম এই লোকের জন্যে। এক দশক ধরে এই মানসিক যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি, এ ঘটনা আমার জীবনে এক স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছে।”
শুচিস্মিতা তার পোষ্টের মাধ্যমে প্রতিটা পরিবারের কাছে আবেদন জানিয়েছেন যেন পরিবারগুলো তার সন্তানের জন্যে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করে যাতে ক’রে তাদের সন্তান এ ধরণের হয়রানির শিকার হলে পরিবারকে জানাতে পারে।

উল্লেখিত ফেসবুক পোষ্ট
সাম্প্রতিক সময়ে সুইডেনে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী সাংবাদিক বাংলা Women Chapter এর সম্পাদক সুপ্রীতি ধরের কন্যা শুচিস্মিতা সিমন্তি তার পোষ্টের শেষে অভিযুক্তের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেছেন, “আমি তোমাকে ঘৃণা করি P.S., তোমাকে কখনই ক্ষমা করবো না।”
এদিকে ঢাকার গণমাধ্যম পাড়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কে এই P.S. তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
বাঙালীয়ানা/জেএইচ