বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর বহরে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ৬৮ আসন বিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। এ নিয়ে নভোএয়ার এর বহরে উড়োজাহাজ উন্নীত হলো ছ’য়ে।
নতুন এ উড়োজাহাজটি আজ ১৯ শে জুলাই প্রথম যাত্রা করে। পাশাপাশি অভ্যন্তরীণ রুট বরিশালেও ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভোএয়ার। বিষয়টি বাঙালীয়ানাকে নিশ্চিত করেছেন নভোএয়ার এর সিনিয়র ম্যানেজার একেএম মাহফুজুল আলম। তাছাড়া দেশের বাইরে ফ্লাইট পরিচালনার বিষয়ে তিনি বলেন, “নভোএয়ার দেশের বাইরে কলকাতায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এর বাইরে খুব দ্রুতই আরোও প্রায় ১২ টি রুটে ফ্লাইট পরিচালনা করতে পারে নভোএয়ার”। ২০২০ সাল নাগাদ এ ফ্লাইট গুলো চালু হতে পারে বলে জানিয়েছেন একেএম মাহফুজুল আলম।
নভোএয়ার ২০১৩ সালে যাত্রা শুরু করে। সঠিক সময়ে উড্ডয়ন এবং সর্বোত্তম যাত্রী সেবা নিশ্চিত করে যাত্রীদের পছন্দের তালিকায় নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে নভোএয়ার।