শেষ পর্যন্ত বন্ধই হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়ায় অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। কয়লা সংকটে গতকাল রাতেই বন্ধ হয়ে যায় কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম, যা পরবর্তী কয়লা সরবরাহের আগ পর্যন্ত বন্ধ থাকবে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে। বন্ধের আগ পর্যন্ত প্রাপ্ত কয়লা দিয়ে গতকাল ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে কেন্দ্রটি থেকে।
জানা যায়, বিদ্যুৎকেন্দ্রটির জন্য মজুদ করা কয়লা গায়েব হয়ে যাওয়ায় আকস্মিক এ সংকটে পড়ে ৫২৫ মেগাওয়াটক্ষমতার কেন্দ্রটি। নতুন করে কয়লা তুলে তা সরবরাহ করতে কমপক্ষে এক মাস লাগবে। অর্থাৎ আগামী প্রায় এক মাস এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে।
এদিকে উত্তরাঞ্চলের প্রধান এ কেন্দ্রটি বন্ধের ফলে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে রাজশাহী অঞ্চলের উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। তবে রাজশাহী থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে এতে ভোল্টেজ ও লোডশেডিং সমস্যায় ভুগতে হবে রংপুর ও দিনাজপুরের গ্রাহকদের। পাশাপাশি সারা দেশে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে দুটির উৎপাদনক্ষমতা ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটের সক্ষমতা ২৭৫ মেগাওয়াট।